Tripitaka, Tipitika (Pali Canon) Bangla pdf format 

ত্রিপিটক গ্রন্থ পরিচিতি ☸
ত্রিপিটক হচ্ছে তিনটি পিটকের সমাহার। যথা :-
ক. সূত্র পিটক খ. বিনয় পিটক গ. অভিধর্ম পিটক
ক. সূত্র পিটক পাঁচটি নিকায়ে বিভক্ত। যথা :-
১. দীর্ঘ নিকায়: (a)১ম খণ্ড  (b)২য় খণ্ড  (c)৩য় খণ্ড
২. মজ্ঝিম নিকায়: (a)মধ্যম-নিকায় ১ম খণ্ড  (b)মধ্যম-নিকায় ২য় খণ্ড  (c)মধ্যম-নিকায় ৩য় খণ্ড
৩. সংযুক্ত নিকায়:  (a)১ম ও ২য় খণ্ড  (b)৩য় খণ্ড  (c)৪র্থ খণ্ড  (d)৫ম খণ্ড
৪. অঙ্গুত্তর নিকায়: (a)১ম খণ্ড  (b)২য় খণ্ড  (c)৩য় খণ্ড  (d)৪র্থ খণ্ড  (e)৫ম খণ্ড
৫. খুদ্ধক নিকায়:  খুদ্ধক নিকায় (১৫+৩) = ১৮ টি ভাগে বিভক্ত। তা হল :-
১) খুদ্ধক পাঠ  ২) ধম্মপদ  ৩) উদান  ৪) ইতিবুত্তক  ৫) সুত্ত নিপাত  ৬) বিমানবত্থু (
বিমানবত্থু-বাংলা পালি (eng. vr.) ৭) পেতবত্থু (পেতবত্থু-বাংলা পালি(eng. vr.)  ৮) থের গাথা  ৯) থেরী গাথা  ১০) জাতক: ‍a)জাতক ১ম খণ্ড  b)জাতক ২য় খণ্ড  c)জাতক ৩য় খণ্ড  d)জাতক ৪র্থ   e)জাতক ৫ম খণ্ড f)জাতক ৬ষ্ঠ খণ্ড  ১১) নিদ্দেস  ১২) পটিসম্ভিদা  ১৩) বুদ্ধ বংস  ১৪) অপদান ও  ১৫) চরিয়া পিটক
{১৬.প্রতিসম্ভিদামাগ, ১৭.নেত্তিপ্রকরণ, ১৮.মিলিন্দ-প্রশ্ন}
খ. বিনয় পিটকের তিনটি খন্ডে পাঁচটি গ্রন্থ আছে। যথা :-
১ম খণ্ড: সুত্ত বিভঙ্গ - 1. পারাজিকা : ক. মহাবিভঙ্গ বা ভিক্ষু বিভঙ্গ  খ. ভিক্ষুনী বিভঙ্গ
2. 
পাচিত্তিয়
২য় খণ্ড: খন্ধক -  3. গ. মহাবর্গ   4. ঘ. চুল্লবর্গ
৩য় খণ্ড: 5.  পরিবার বা পরিবার পাঠো

গ. অভিধর্ম পিটকে সাতটি গ্রন্থ আছে। যথা :-
১) ধম্মসঙ্গণী  ২) বিভঙ্গ  ৩) পুদ্গল পঞ্ঞত্তি  ৪) ধাতুকথা  ৫) 
কথাবত্থু কথাবত্থু ১ম ও ২য় খণ্ড (eng. vr.) } ৬) যমক : a) যমক ১ম খণ্ড  b) যমক ২য় খণ্ড  c)  যমক ৩য় খণ্ড  ও ৭) পট্ঠান (বাংলা)  ৭) পট্ঠান (eng. vr.) : পট্ঠান ১ম খণ্ড বাংলা পালি , পট্ঠান ২য় খণ্ড বাংলা পালি , পট্ঠান ৩য় খণ্ড বাংলা পালি , পট্ঠান ৪র্থ খণ্ড বাংলা পালি , পট্ঠান ৫ম খণ্ড বাংলা পালি ,
-------------------------------------------------------------
 Tipitaka publishing society Bangladeshকর্তৃক প্রকাশিত মোট ২৫ খণ্ড : বিষয়সূচি
১খণ্ড, ২খণ্ড, ৩খণ্ড, ৪খণ্ড, ৫খণ্ড, ৬খণ্ড, ৭খণ্ড, ৮খণ্ড, ৯খণ্ড, ১০খণ্ড, ১১খণ্ড, ১২খণ্ড, ১৩খণ্ড, ১৪খণ্ড, ১৫খণ্ড, ১৬খণ্ড, ১৭খণ্ড, ১৮খণ্ড, ১৯খণ্ড, ২০খণ্ড, ২১খণ্ড, ২২খণ্ড, ২৩খণ্ড, ২৪খণ্ড, ২৫খণ্ড,।
-------------------------------------------------------------
Tipitaka [Devanagari Script :( Download Fonts or Fonts from here )]                          
Vinaya pitaka ( Vinayapiṭaka ) :                                                                              
Sutta pitaka ( Suttapiṭaka ) :                                                                                      
Abhidhamma pitaka ( Abhidhammapiṭaka ) :                                                   


[[[[ courtesy : http://tipitaka.org/ ]]]]]]
-------------------------------------------------------------
✿বৌদ্ধ ধর্মীয় অন্যান্য গ্রন্থ সমুহঃ
☸✫*•._()_   বিদর্শন ধ্যান অনুশীলন সহায়ক - সম্পাদনা : প্রদীপ কুমার বড়ুয়া  _()_.•*✫☸ 
বিশুদ্ধিমার্গ , , 
আলোকিত মহাজীবন- মোগোক্ স্যাদো, চট্টগ্রামের বৌদ্ধ জাতির ইতিহাস, মনুষ্যত্ব বিকাশে ধর্ম, বিদর্শন ভাবনা (মূল- তংপুলু কাবাডে সেয়াডো), কুশল প্রশ্নোত্তরবুদ্ধ যুগে বৌদ্ধ নারী, বুদ্ধের শিক্ষা, হৃদয়ের দরজা খুলে দিন, বুদ্ধ -অনুবাদকঃ শওকত হোসেন, শাক্যমুনী বুদ্ধের জীবনী ,,উৎসর্গ ও সূত্র , জাতক পঞ্চাশক (অখণ্ড) , মিলিন্দ-প্রশ্ন (১ম ও ২য় খণ্ড), ধম্মপদ (কবিতায়),  অভির্ধম্মার্থ-সংগ্রহ , কথাবত্থু   ( Kathavanthu)  - উজ্জ্বল বড়ুয়া বাসু
✿বিভিন্ন প্রকাশনিতে প্রকাশিত বৌদ্ধ ধর্মীয় বই ও লেখকের নামঃ
•পালি সাহিত্যের ইতিহাস: ১ম খণ্ড ও ২য় খণ্ড ~ রবিন্দ্রবিজয় বড়ুয়া; বাংলা একাডেমি, ঢাকা
•ত্রিপিটক পরিচিতি ~ সুদর্শন বড়ুয়া; ধর্মরাজিক বুক এজেন্সী, বাসাবো, ঢাকা
•বৌদ্ধ সাহিত্য ~ ড. বিনয়েন্দ্র নাথ চৌধুরী; মহাবোধি বুক এজেন্সী, ৪ এ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলেজ স্কোর (পূর্ব), কোলকাতা-৭০০০৭৩, মো: +৯১-৯৮৩১০৭৭৩৬৮, ইমেইল: mahabodhibookagency@hotmail.com
•বৌদ্ধ ধর্মীয় বই - রকমারি ডট কম
Buddhist Book in English :-

Visuddhimagga - The path of purification (Book by Buddhaghosa)
Vipasana Meditation Practice Assistant The Manuals of Buddhism, THE BUDDHA AND HIS DHAMMA by Dr. B. R. Ambedkar , ,
Any difficulties of DOWNLOAD first sign in GMAIL account.
✫ YouTube video : * Buddha Vandana
ফেইসবুক পাতা : * Pali & Buddhist Studies ;*   *The Buddhist Times , *ত্রৈমাসিক বিবর্তন, *Soshanvumi Meditation Practiciing Center.Karaiyanagor, , , ,
রেফারেন্স ওয়েবসাই : http://www.budsas.org/ http://www.dhammatalks.org/ http://kalpataruboi.org/ SuttaCentral (Early Buddhist texts, translations and parallels) http://www.budaedu.org/ebooks/  Sutra_Collection_Website http://www.columbia.edu/itc/mealac/pritchett/00ambedkar/ambedkar_buddha/
Smart Android Mobile Phone Apps from Google Play Store : Android Tipitaka
স্বরণীকা : কৃষ্টি ২০১৫,  ,  ,
প্রবন্ধ :* বাংলাদেশে গৌতম বুদ্ধের শুভাগমণ ও চক্রশালা বৌদ্ধ বিহারের ইতিবৃত্ত, * স্রোতাপত্তি 
“চিরং তিট্ঠতু বুদ্ধ সাসনং”
Admin: Mr. Hero Barua, B.Com (Honours in Accountancy); M.Sc (E-Business); HDWC-NIIT;  MBA (HRM). Email: herobaruacars@gmail.com, Mob (Whats app) Bkash +88-01821783549

3 comments:

  1. Where I can get a brief description about Arja Austangik Margo

    ReplyDelete
  2. The teaching of buddha.
    Have details on eight noble paths

    ReplyDelete
  3. Sports Betting 101 - Where to bet on sports in the US?
    There are a lot of sports betting sites out there, but not every online sportsbook is the right sporting100 place for you. We have ranked the best sports betting sites

    ReplyDelete